নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) রেজাউল করিমের বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে চারটি গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিতে বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, এ‘রই মধ্যে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’
সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, ‘গতকাল রাতে আমার বাসার জানালা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলির শব্দে ঘুম ভাঙে আমার। দুটি গুলির শব্দ শোনার পর বিছানা থেকে উঠে জানালার পাশে আসি। এরপরও আমাকে টার্গেট করে আরও দুটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিতে বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।’
সহকারী পুলিশ সুপার (মান্দা-নিয়ামতপুর সার্কেল) জাকির হোসেন বলেন, সহকারী কমিশনার ভূমির বাসায় গুলি করার বিষয়টি দেখে মনে হচ্ছে ইয়ারগান জাতীয় পিস্তলের গুলি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।