হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তীব্র শীত, ঘন কুয়াশায় দুশ্চিন্তায় মৌচাষিরা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। সরিষাখেতগুলো ফুলে ফুলে ভরা। এসব সরিষাখেতের পাশেই শত শত মৌ বাক্স বসিয়েছেন মৌচাষিরা। কিন্তু তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন তাঁরা।

শৈত্যপ্রবাহ, কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে বাক্স থেকে বের হচ্ছে না মৌমাছি। এ ছাড়া মারা যাচ্ছে মৌমাছি। ফলে ব্যাহত হচ্ছে মধু সংগ্রহ। 

জানা গেছে, উপজেলার রায়দৌলতপুর, রসুলপুর, বলরামপুরসহ বেশ কয়েকটি এলাকায় মাঠের পাশে শত শত মৌ বাক্স বসিয়েছেন ভ্রাম্যমাণ মৌচাষিরা। তবে সপ্তাহখানেক আগের টানা কয়েক দিনের বৈরী আবহাওয়া ও নতুন করে শীত জেঁকে বসায় এখন বিপাকে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে ভ্রাম্যমাণ প্রতিটি খামারি প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা সমমূল্যের মধু সংগ্রহ থেকে বঞ্চিত হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩ হাজার ৬৩৬ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এসব জমির পাশে প্রায় ৬০০ অধিক মৌ বাক্স পেতে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। 

গোপালগঞ্জ থেকে আসা মৌচাষি মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘গতবার এ সময়ে ৪০ মণ মধু সংগ্রহ করেছিলাম। এবার সংগ্রহ করেছি মাত্র ২০ মণ। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. আতিকা সুলতানা বলেন, মাঠে গিয়ে তাঁদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার