হোম > সারা দেশ > রাজশাহী

বঙ্গবন্ধু রেলসেতুর কাজ পরিদর্শনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব

সিরাজগঞ্জ প্রতিনিধি  

বঙ্গবন্ধু রেলসেতুর কাজ পরিদর্শনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর কাজ পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল ইসলাম। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সেতু পশ্চিম এলাকায় রেলসেতুর কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় মো. সাইফুল ইসলামকে কাজের অগ্রগতি বিষয়ে অবহিত করে রেল কর্তৃপক্ষ। কাজের অগ্রগতি দেখে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সচিবকে বলেন, ‘সিরাজগঞ্জ শহর ছিল ট্রেনের শহর। সিরাজগঞ্জের মানুষের ঘুম ভাঙত ট্রেনের হুইসেলে। কিন্তু আজ শহরে কোনো ট্রেন নেই। একটি মাত্র ট্রেন ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস, কিন্তু সেটিও এখন বন্ধ।’

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, ট্রেনটি বন্ধ থাকায় সিরাজগঞ্জের মানুষের চরম ভোগান্তি হচ্ছে। তা ছাড়া যমুনা নদীর ওপর নির্মাণাধীন রেলসেতু থেকে বগুড়া পর্যন্ত রেললাইন সিরাজগঞ্জের রায়পুর, বাজার স্টেশন, বাহির গোলা, পুরোনো বগুড়া রোড হয়ে বগুড়া পর্যন্ত রেললাইন করলে অনেক খরচ কম হবে এবং সিরাজগঞ্জের মানুষের অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে।’ একাত্মতা প্রকাশ করে এসব দাবি বাস্তবায়নে তিনি কাজ করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি অমর কৃষ্ণ দাস, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন প্রমুখ।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন