হোম > সারা দেশ > রাজশাহী

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গাড়িচালককে হত্যা: বন্ধু মমিন রিমান্ডে

পাবনা প্রতিনিধি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আব্দুল মমিনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন পাবনা আমলি আদালতের বিচারক শামসুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) তহিদ হোসেন। 

এ নিয়ে এসআই তহিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু মমিনকে আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পাবনার আমলি আদালত-২ এ হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক শামসুজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার (২৬ মার্চ) রাতে তাঁকে ঢাকার বাংলামটর এলাকা থেকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জের র‍্যাবের একটি দল। এর আগে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, নিখোঁজের দুই দিন পর গত শনিবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার শিলাইদহের ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে শনিবার রাতেই সম্রাটের বাবা আবু বক্কার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিন ও তাঁর স্ত্রী সীমা ও অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়। এর আগে শুক্রবার রাতে বাড়ি থেকে মমিনের স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ।

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

সেকশন