মোহনপুর প্রতিনিধি
মোহনপুরের মতিহার গ্রামে বারোনই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নাদিয়া আক্তার নামের (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাদিয়া আক্তার মতিহার গ্রামের জাকের আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে নাদিয়া তার চাচাতো বোন সাদিয়াকে (৭) নিয়ে বাড়ির পাশের বারোনই নদীতে গোসল করতে যায়। তাদের ফিরে আসতে দেরি দেখে আত্মীয়স্বজনরা তাদের খুঁজতে গিয়ে গাছের ডালে ছোট বোন সাদিয়াকে আটকে থাকতে দেখে। একটু দূরে নাদিয়াকে ভেসে থাকতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে দুপুর ১২ টার দিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা ১১টার দিকে নাদিয়া নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।