হোম > সারা দেশ > নাটোর

লালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট, আহত ৩

নাটোর (লালপুর) প্রতিনিধি

আহত একজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতের দল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লালপুর ইউনিয়নের চকবাদেকুলপাড়া (মাধবপুর) গ্রামে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন—মৃত ননী গোপাল দাসের ছেলে নাটোর জজকোর্টের আইনজীবী সাধন কুমার দাস (৪৮), তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) এবং ভাতিজার স্ত্রী সুমী রানী দাস (২৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতের শেষ প্রহরে মুখোশধারী একদল ডাকাত আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই সাধন কুমারকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাধা দিলে তার ভাতিজা রিপন কুমার ও ভাতিজার স্ত্রী সুমী রানীকেও কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সাধন ও রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের পরিবারের দাবি, ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা