সিরাজগঞ্জের শাহজাদপুরে নাদিম হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাদিম ওই গ্রামের গার্মেন্টস শ্রমিক মো. আশরাফের ছেলে।
স্থানীয়রা জানান, আজ ভোরে স্থানীয়রা নাদিমের মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, ওই কলেজছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন নেছা মুজিব ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চললে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।