বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আজ শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন নগরের চন্দ্রিমা থানার নামোভদ্রা এলাকার আওয়ামী লীগ নেতা এস এস আয়নাল হক (৫৯) ও শাহ মখদুম থানার হরিষাডাইং এলাকার আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ওরফে তারেক (৪০)।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।