হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে কম্পিটারের ভেতরে মিলল ৪ কেজি গাঁজা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে কম্পিউটারের ভেতর থেকে চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় এসব গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মাদক মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যাক্তির নাম মোশারফ হোসেন (৪৬)। তিনি উপজেলার ভবানীপুর পাবনাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমানের নেতেত্বে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী মোশারফ হোসেনের সঙ্গে থাকা কম্পিটারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

উপপরিচালক জিল্লুর রহমান বলেন, ‘মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আগামীকাল (বুধবার) আদালতের সোপর্দ করা হবে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার