হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

­­­নওগাঁ প্রতিনিধি

গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। আজ শনিবার দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মামুদপুর বাজার ও সরদারপাড়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলার মামুদপুর এলাকার মাতাব্বর হোসেন (৪৮) ও নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর এলাকার শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জের অপু দেব (২৯), মাধবপুর উপজেলার রিপন পাল (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ পাল (২১)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের ব্যাকডালা ও কার্টনের ভেতরে লুকিয়ে রাখা ১১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানানো হয়েছে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি