Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার
গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। আজ শনিবার দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মামুদপুর বাজার ও সরদারপাড়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলার মামুদপুর এলাকার মাতাব্বর হোসেন (৪৮) ও নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর এলাকার শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জের অপু দেব (২৯), মাধবপুর উপজেলার রিপন পাল (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ পাল (২১)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের ব্যাকডালা ও কার্টনের ভেতরে লুকিয়ে রাখা ১১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানানো হয়েছে।

মায়ের চিকিৎসার জন্য স্বর্ণ বিক্রির টাকা নিয়ে ফেরার পথে ১২ লাখ টাকা ছিনতাই

খুনোখুনির পরও তানোরে বিএনপির ইফতার, ফের সংঘর্ষে আহত ১৫

বাঘার পদ্মায় ভাসছিল নারীর মরদেহ

ঈদের আগে চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

ঈদযাত্রা: যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

পানিশূন্য নদীর বুকে আবাদ

পাবনায় কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীর আত্মহত্যা

যে পাঠশালায় চেনানো হয় গাছ, শেখানো হয় পরিবেশের প্রতি ভালোবাসা

রাবির হল খোলা রাখার দাবিতে অবস্থান, শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরের ধস্তাধস্তি

মহাস্থানগড়ে ফটক খুলতে দেরি, নিরাপত্তাকর্মীকে এনসিপি নেতা-কর্মীদের মারধর