নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে মজিবুর রহমান (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আব্দুল্লাহ (৫৫)।
আজ শুক্রবার দুপুরে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মদনাকান্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান ও মোটরসাইকেলের চালক উপজেলার রসুলপুর ইউনিয়নের মদনাকান্দর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, নিমদীঘি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মদনাকান্দর গ্রামে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা মজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলচালক আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।