Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

থানা ফটকে টিকটক করে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

থানা ফটকে টিকটক করে আ.লীগ নেত্রী গ্রেপ্তার
গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক, বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। এ ছাড়া তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

থানা সূত্রে জানা গেছে, গতকাল থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন ওই নেত্রী। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানতে চাইলে গ্রেপ্তারের সময় শিউলী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে, এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘থানার সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ