হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

৬ কিলোমিটার সড়কের দুই পাশে বপন করা হলো তালবীজ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ৬ কিলোমিটার সড়কে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার তাড়াশ পৌর এলাকার পশ্চিম ওয়াপদা বাঁধ থেকে সগুনা ইউনিয়নের কুন্দইল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার দুই পাশে ১০ ফুট দূরত্বে ৫ হাজার তালবীজ বপন করা হয়। এসব তালবীজ বপন কর্মসূচি বাস্তবায়ন করছেন উপজেলার মাধাইনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়া।

আজ শনিবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন সগুনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহিল বাকি, অধ্যক্ষ মো. আবু সাইদ, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়া বলেন, ‘তালগাছ পরিবেশবান্ধব বৃক্ষ। এ ছাড়া তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে ভূমিকা রাখে। তাই ছয় কিলোমিটার সড়কের দুই ধারে প্রায় ৫ হাজার তালবীজ বপন করার উদ্যোগ নিয়েছি।’

উল্লেখ্য, এর আগেও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়া তাড়াশ থেকে ভূয়াঁগাতী সড়কে তালগাছের বীজ বপন করেছিলেন, যা তাল সড়ক নামে পরিচিত। আবারও তিনি এই তালবীজ বপনের উদ্যোগ নেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার