Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির ৯ নেতাকে আবার বহিষ্কার করল জেলা আহ্বায়ক কমিটি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

বিএনপির ৯ নেতাকে আবার বহিষ্কার করল জেলা আহ্বায়ক কমিটি

নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা শাখার সিনিয়র নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্দেশে ৯ জন নেতাকে বহিষ্কার করেছেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক। আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির নেতা ও পৌর আহ্বায়ক কমিটির সদস্য রেজুয়ান হোসেন রঞ্জু।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন—ধামইরহাট থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, ৭ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. কুদ্দুস, আড়ানগর ইউনিয়ন যুবদলের সভাপতি সাখোয়াত হোসেন, আড়ানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল, আড়ানগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আনসার আলী ভূট্টুসহ পৌর এক নম্বর ওয়ার্ডের যুবদলের রিপন।

থানা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট উপজেলা বিএনপির সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় এবং সারা দেশে জ্বালানি তেল পরিবহনের ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা চলছিল। এ সময় দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে ওই নেতাদের সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম গোল্ডেন তাদের সাময়িক বহিষ্কার করেন। 

আরও জানা গেছে, বিষয়টি দলের গঠনতন্ত্রের পরিপন্থী হওয়ায় গত ৩১ আগস্ট জেলা যুবদলের জরুরি সভায় থানা, পৌর ও ইউনিয়ন বিএনপির ওই নেতাদের সাত দিনের কারণ দর্শানোর নোটিশসহ সাময়িক বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি সভায় থানা বিএনপির সদস্য আনিসুর রহমানকে প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার ও গত মঙ্গলবার ওমর ফারুক রুমনকে দলের যুগ্ম-আহ্বায়ক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। এ নিয়ে উপজেলায় মোট ১১ জন নেতাকে বহিষ্কার করা হলো।

রাজশাহী নগর: শহরের বর্জ্যে বিষাক্ত বারনই নদ

ছয় কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই নেতার কথা বন্ধ

হিমাগারে ডেকে নির্যাতন: রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন, পুলিশের ‘দুর্বল’ ভূমিকা

সিরাজগঞ্জে স্কুলের প্রধান শিক্ষিকার তিন বছরের কারাদণ্ড

রাজশাহীতে দেড় কোটি টাকা দামের মূর্তি উদ্ধার

রেলওয়ের ৪ কোটি টাকা লোপাট, অনুসন্ধানে দুদক

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে ১২ অক্টোবর

প্রেমিকের বাড়ির সামনে কবর দেওয়ার শেষ ইচ্ছা জানিয়ে নববধূর ‘আত্মহত্যা’

রাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ছেলের প্রচারণায় অংশ নিলেন মা

আওয়ামী লীগ নেতার হিমাগারে মেডিকেল শিক্ষার্থীকে ‘হাতুড়িপেটা’ ও দুই বোনকে ‘সেফটি পিন ফুটিয়ে’ নির্যাতন