নওগাঁর সাপাহার উপজেলায় বাঁক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাপাহার থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার ওই প্রতিবন্ধী নারীর স্বামীর করা মামলায় বৈকুণ্ঠপুর এলাকা হতে আসামিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মফিজুল হক মফি (৫১)। তিনি উপজেলার আইহাই দিঘিপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রতিদিনের মতো গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্রতিবন্ধী নারী ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যায়। এ সময় উপজেলার আইহাই দিঘিপাড়া গ্রামের বাসিন্দা মফিজুল হক তাকে পাটের শাক দেওয়ার প্রলোভনে ডেকে নেয়। পরে সেখানে একটি আমবাগানের পাশে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি পরিবারকে জানালে পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে সাপাহার থানায় মামলা করেন।
পুলিশ জানায়, মামলার পর সাপাহার থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত মফিজুলকে আটক করা হয়। পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ‘ভিকটিমের স্বামী তাঁর বাকপ্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাদী হয়ে মামলা করেন। মামলার পর আসামি মফিজুলকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’