অর্চি হক, ঈশ্বরদী (পাবনা) থেকে
‘ওরা মাছটা কেনে, কল্লাটা নেয় না। মাংস কেনে হাড্ডি ছাড়া। তাতে দাম যত বেশি হোক না কেন, সেইটেই দেয়। এতে কইরে আমরা লোকালরা (স্থানীয়রা) পড়ছি বিপদে।’ কথাগুলো বলছিলেন ঈশ্বরদী উপজেলার রূপপুরের বাসিন্দা সিদ্দিকুর রহমান। তাঁর আফসোস আগের মতো তিনি আর মাছ, মাংস, ফলমূল কিনতে পারেন না। কারণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করা বিদেশিদের জন্য গড়ে ওঠা গ্রিন সিটিকে ঘিরে ওই এলাকার বাজারে সবকিছুরই এখন দাম বেশি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বললেন, বিদেশিদের দোভাষী হিসেবে কাজ করা অনেকেই সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিচ্ছেন। তিনি এ-সংক্রান্ত বেশ কিছু লিখিত অভিযোগও পেয়েছেন। এ ছাড়া বাজারে দাম বৃদ্ধির বিষয়টিও তাঁর নজরে পড়েছে। এ জন্য তিনি বাজারে মাইকিং করে দাম সহনশীল রাখার নির্দেশনাও দিয়েছিলেন। কিন্তু তাতে তেমন একটা কাজ হয়নি।
সরেজমিনে দেখা গেল, রাস্তাঘাট, দোকানপাট, রেস্তোরাঁ সব মিলিয়ে রূপপুর এখন আর গ্রাম নেই, হয়ে উঠছে আধুনিক এক শহর। আর এই আধুনিক শহরে রুশ প্রাধান্য সবচেয়ে বেশি। রুশ ভাষারও প্রচলন শুরু হয়েছে। সাইনবোর্ডগুলোতে বাংলা, ইংরেজির পাশাপাশি রুশ ভাষাও লেখা আছে। রাশিয়ানদের রুচি ও চাহিদার সঙ্গে মিল রেখে দোকানপাটে পণ্য তোলা হচ্ছে। সেলুন থেকে শুরু করে কাঁচাবাজার—সব জায়গাতেই কর্মচারীরা কম-বেশি রুশ ভাষা শিখে নিয়েছেন। এমনকি ভিক্ষুকেরাও রুশ ভাষায় ভিক্ষা করছেন।
রুশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে কথা বলে জানা গেল, তারা দিনে চারটি ব্যাচে রুশ ভাষা শেখাচ্ছে। একেকটি ব্যাচে গড়ে ২০ জন করে শিক্ষার্থী। তিন ও ছয় মাস মেয়াদি দুটি কোর্সে এই ভাষা শেখানো হয়। মাসে দিতে হয় আড়াই হাজার করে টাকা।