নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে দেড় হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র্যাব। এ সময় এই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে তিন ভাইকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।
আটক তিনজন হলেন, উপজেলার কচুয়ার কাজিপাড়া গ্রামের মিন্টু সিং (৩৮), মিঠুন সিং (৩৫) ও শান্ত সিং (২৬)।
আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, প্রথমে ১ হাজার ৩৭ লিটার চোলাই মদসহ শান্ত সিংকে আটক করা হয়। পরে আরও ৪৭০ লিটার মদসহ তাঁর অন্য দুই ভাইকে আটক করা হয়। তাঁদের বাড়িতেই চোলাই মদ উৎপাদনের পর মজুত করে রাখা হয়েছিল। এ নিয়ে তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।