Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

প্রতিবেশীর লাঠির আঘাতে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রতিবেশীর লাঠির আঘাতে শিশুর মৃত্যু

বগুড়ায় প্রতিবেশীর লাঠির আঘাতে তাহসিন নামের এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

পুলিশ বলছে, ‘প্রতিবেশী আমিনুরের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশু তাহসিন মারা গেছে। ঘটনার পর থেকেই আমিনুর পলাতক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

গতকাল মঙ্গলবার সকালে বাড়ির কাছে লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছিল তাহসিন (৯)। সে বগুড়া শহরতলির পশ্চিম গোদারপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। 

তাহসিনের বাবা আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, তাঁর স্ত্রী প্রতিবেশী আমিনুর রহমানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এনিয়ে গ্রামে একাধিকবার সালিস করেও স্ত্রীকে ফেরানো যায়নি। এক বছর তিন মাস আগে তিনি স্ত্রীকে তালাক দেন। এর পর থেকে স্ত্রী (সাবেক) বাবার বাড়ি দুপচাঁচিয়ায় বসবাস করেন। কুদ্দুসের তিন সন্তানকে তাঁর মা কুলসুম বেগম দেখাশোনা করেন। সাবেক স্ত্রী মাঝেমধ্যে সন্তানদের দেখতে আসতেন। সেই সুযোগে আমিনুরের সঙ্গে দেখা করতেন। এ নিয়ে আমিনুরের স্ত্রীর সঙ্গে কুদ্দুসের মা কুলসুম বেগমের ঝগড়া লেগেই থাকত। 

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘আমিনুরের লাঠির আঘাতেই গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাহসিন মারা যায়। ঘটনার পর থেকেই আমিনুর পলাতক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত