Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মাছের দরদাম নিয়ে বাগ্‌বিতণ্ডা, গাছের ডালের আঘাতে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

মাছের দরদাম নিয়ে বাগ্‌বিতণ্ডা, গাছের ডালের আঘাতে বৃদ্ধের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে মাছের দরদাম করাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গাছের ডালের আঘাতে শামছুল হক (৫৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাকরাইল বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শামছুল হক উপজেলার চাকরাইল বাসিন্দা। এ ঘটনায় নিহত শামসুল হকের বড় মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। 

এলাকাবাসী ও পুলিশ বলছে, শনিবার সকালে উপজেলার চাকরাইল বটতলা বাজারে মাছের দরদাম করাকে কেন্দ্র করে ওই এলাকার শিপন হোসেন (৪২) নামের এক ব্যক্তির সঙ্গে শামছুল হকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিপন হোসেন শজনে গাছের ডাল দিয়ে শামছুলকে আঘাত করে। এ সময় সড়কের পাশের সাইকেলের ওপর পড়ে শামসুল হকের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’ 

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত