হোম > সারা দেশ > রাজশাহী

বিয়ের আগের দিন রাতে নিজ কক্ষে মিলল তরুণের ঝুলন্ত মরদেহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেদোয়ান প্রামানিক (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেদোয়ান প্রামানিক সান্দিড়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক প্রামানিকের ছেলে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে চলে যান রেদোয়ান। ওই রাতে আনুমানিক সাড়ে ৩টার সময় তাঁর চাচাতো ভাই কক্ষে ঢুকতেই দেখতে পান ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন রেদোয়ান। এ সময় তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ওই কক্ষে গিয়ে মরদেহটি দেখতে পান। তবে মোবাইলে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। 

পরিবারের সদস্যরা বলেন, রেদোয়ানের একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল। উভয় পক্ষ কথা বলে আজ তাঁদের বিয়ের দিন ধার্য করা হয়। এরপরেও কেন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এটা আমরা বুঝতে পারছি না। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত