Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটে দুই ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালাই উপজেলার ঠুঁশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এনামুল হক (৪৬)। তিনি জয়পুরহাট সদর উপজেলার একাডেমীনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ট্রাকচালক ছিলেন। দুর্ঘটনায় আহত আরেক ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাঁদের পরিচয় জানা যায়নি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জাহিদ হোসেন বলেন, ঘন কুয়াশার মধ্যে আজ সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট থেকে একটি বালুভর্তি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রডবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন। দুটি ট্রাকেরই সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও কালাই ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ না করায় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অংশীদারত্ব নিয়েই গাছ কাটা শুরু করেছে প্রাণ

পাবনায় পূর্ববিরোধের জেরে যুবক খুন

বারিন্দ মেডিকেলে সমন্বয়কেরা অবরুদ্ধ: শিক্ষক-সাংবাদিকসহ ৯ জনকে আইনি নোটিশ

রাজশাহীতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

প্রতারণার মামলায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান কারাগারে

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি: সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা রাবির ২ শিক্ষার্থীর

বগুড়ায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

সেচ দিতে গিয়ে ফেরেননি কৃষক, জমিতে মিলল ‘মগজ’

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি