হোম > সারা দেশ > রাজশাহী

জাল টাকা রাখায় সিরাজগঞ্জে একজনের কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাল টাকা রাখায় সিরাজগঞ্জে একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ (যুগ্ম দায়রা জজ ১ম আদালত) এর বিচারক সুপ্রিয়া রহমান এই রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

দন্ডপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম (৪৫) তাড়াশ উপজেলার মহেষ রোহারী গ্রামের হাসান ফকিরের ছেলে। 

আদালতের এপিপি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাতে র‍্যাব-১২ এর সদস্যরা তাড়াশ থানা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় র‍্যাব সদস্যদের কাছে খবর আসে তাড়াশ থানার মহেশ রোহারী গ্রামে মো. সাইফুল ইসলামের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। 

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার শরীর তল্লাশি চালিয়ে ২০০ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়ের নগদ ৫৭ হাজার ৭৩০ টাকা এবং ৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। 

মামলা চলাকালে সাতজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

সেকশন