হোম > সারা দেশ > রাজশাহী

রাবি ছাত্রলীগ নেতা-কর্মীর কক্ষ থেকে দেশীয় অস্ত্র জব্দ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে তল্লাশি শুরু হয়। হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্তত ১৯টি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ছয়টি রামদা, চারটি ছুরি, দুটি কাঁচি, বেশ কিছু রড ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়। 

অভিযানের বিষয়ে সৈয়দ আমীর আলী হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের হলে ছাত্রলীগ যেসব অস্ত্রের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিল, আজ আমরা হলের আবাসিক শিক্ষক, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় তা জব্দ করি। আবাসিক শিক্ষকেরা আমাদের আশ্বাস দিয়েছেন, এ কক্ষগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে। আমীর আলী হলে আজকে থেকে কোনো রাজনীতি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা—এটাই চাই।’ 

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক কৌশিক সরকার বলেন, ‘আজকে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রলীগের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় আমরা অনেকগুলো অস্ত্র পেয়েছি। পুলিশ সেগুলো মতিহার থানায় নিয়ে গেছে। আমীর আলী হল এখন শঙ্কা ও রাজনীতিমুক্ত। শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ চায়, আমরা তার জন্য কাজ করছি। পরবর্তী সময় এ কক্ষগুলো সাধারণ বিবেচনা করে হল প্রাধ্যক্ষ ও শিক্ষার্থীদের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে