নাটোরের বাগাতিপাড়ায় নিজ ধানের জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (৩৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মিজানুর রহমান ওই গ্রামের জাহেদ আলী সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, কৃষক মিজানুর তাঁর ধানের জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হন। পরে সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে দয়ারামপুরের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।