হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে কৃষকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় একটি ধানের খোলার পাশ থেকে আনোয়ার হোসেন আনু (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। 

আনোয়ার হোসেন আনু বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটলাল গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন আনু গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বেলতা গ্রামে যান। কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের লোকজন তাঁর মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 
 
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পাশে শুধুমাত্র তাঁর (আনোয়ার হোসেন আনু) ব্যবহৃত একটি টর্চলাইট পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার