Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় স্বামীর সহযোগিতায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ায় স্বামীর সহযোগিতায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

বগুড়ার ধুনট উপজেলায় এক নববধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূর বাবা বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। 

গত ২৩ মার্চ উপজেলার সরোয়া পাঁচথুপি গ্রামে এ ঘটনা ঘটে। এ মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ সদরের ভুরভুড়িয়া গ্রামের রোস্তম আলীর ছেলে আলমগীর হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নববধূর (১৮) সঙ্গে ধুনট উপজেলার সরোয়া-পাঁচথুপি গ্রামের ফেরদৌস আলমের ছেলে ‘মানসিক ভারসাম্যহীন’ ফরিদুল ইসলামের গত ২৩ মার্চ বিয়ে হয়। ওই রাতে ফরিদুলের ভগ্নিপতি আলমগীর হোসেন শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নববধূকে পান করান। পরে ফরিদুলের সহযোগিতায় আলমগীর হোসেন নববধূকে একাধিকবার ধর্ষণ করেন। নববধূ বিষয়টি তাঁর শ্বশুর-শাশুড়িকে জানালে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। উল্টো নববধূকে তাঁরা মারধর করেন। গত ২৫ মার্চ রাতেও আলমগীর হোসেন ওই নববধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা নববধূ তাঁর বাবাকে জানান। পরে তাঁর বাবা এসে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যান। 

এ ঘটনায় নববধূর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আলমগীর হোসেন, নববধূর স্বামী ফরিদুল ইসলাম ও শ্বশুর-শাশুড়িকে আসামি করা হয়েছে। 

অভিযুক্ত আলমগীর হোসেন জানান, তিনি নববধূকে ধর্ষণ করেননি। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া নববধূর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। এরপর আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে।

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

রাবির তথ্য কর্মকর্তা পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পৃষ্ঠপোষক’

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

বগুড়ায় নারী হাজতখানায় পরিবারের সঙ্গে তুফানের সাক্ষাৎ

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনায় স্কুলের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

মা–মেয়েসহ নিহত ৩, আহত তিনজনের চেতনার মাত্রা কমছে

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার