সংগঠন বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন হাসান (রকি) ও তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার (১০ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ, বেলকুচি উপজেলা শাখার সভাপতি রবিন হাসান রকি ও তাড়াশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।