রাজশাহী মহানগরীতে ৭৯ কেজি গাঁজাসহ আরমান হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরমান কুমিল্লা সদরের দক্ষিণ থানার উলুরচর নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার জামিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানের সময় আরমানের সঙ্গে থাকা আরও দুইজন মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
এদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।