Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ফরমালিন পরীক্ষা ছাড়াই সোনামসজিদ স্থলবন্দরে ঢুকছে ভারতীয় ফল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফরমালিন পরীক্ষা ছাড়াই সোনামসজিদ স্থলবন্দরে ঢুকছে ভারতীয় ফল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফরমালিন পরীক্ষা ছাড়াই ঢুকছে ভারতীয় ফল। অনেকে ভুয়া সনদ দিয়ে পানামায় ভারতীয় ফলের ট্রাক খালাস করে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ফরমালিন মেশানো ফল বা যে কোনো খাদ্য খেলে মানবদেহের অনেক ক্ষতি হবে। হতে পারে মরণব্যাধি ক্যানসারসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ। 

সরেজমিনে সোনামসজিদ স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারতের পাঞ্জাব, কাশির, নাসিক, নাগপুর, দিল্লিসহ বিভিন্ন প্রদেশ থেকে ফল বোঝায় ট্রাক আসছে। আর ভারতের মহাদীপুর স্থলবন্দরে পৌঁছাতে সময় লাগছে ৮-১০ দিন। তারপরও ভারতীয় ফল অক্ষত দেখা যায়। এর আগে স্থলবন্দরে ফরমালিন পরীক্ষা করার জন্য একটি পরীক্ষাগার ছিল। পরীক্ষাগার থেকে ফরমালিন পরীক্ষা করে সনদ দেওয়া হতো। কিন্তু বর্তমানে স্থলবন্দর এলাকায় কোনো ফরমালিন পরীক্ষাগার নেই। তবে স্থলবন্দর কাস্টমস বলছে, তারা ফরমালিন পরীক্ষার সনদ হাতে পেলে ফলের ট্রাক ছাড় দিচ্ছে। 

তবে অভিযোগ উঠেছে, কোনো রকম ফরমালিন পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে মিলছে সনদ। এ সনদ দিচ্ছে সোনামসজিদ স্থলবন্দরে অবস্থিত উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। কিন্তু উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে। 

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আজিজুল হক সুইট বলেন, ফরমালিন মানবদেহের জন্য সম্পূর্ণ নিষেধ। ফরমালিনযুক্ত খাবার বা ফল খেলে লিভার ক্যানসার, যক্ষ্মাসহ মরণব্যাধি রোগ হওয়া আবশ্যক। তাই স্বাস্থ্য বিভাগ ফরমালিনকে একদম নিষেধ করেছে। 

এ বিষয়ে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা খন্দকার আব্দুল হাই বলেন, আমরা শুধু গম, ভুট্টা, চাল, পেঁয়াজ ও ফলের রোগ-পোকামাকড় আছে কি না তা নিশ্চয়তা করি। এরপর সনদ দেই। এ ছাড়া আমাদের এখানে ফরমালিন পরীক্ষা করার জন্য যন্ত্রাংশ নেই। তাহলে ফরমালিন পরীক্ষার সনদ কীভাবে দেব? 

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ফরমালিন পরীক্ষার করার জন্য আমাদের কোনো নীতিমালা নেই। আমদানিকারকরা ফরমালিন পরীক্ষার সনদ আমাদের দেয়। তাই দেখে ফলের ট্রাক ছাড়ে দেওয়া হয়। 

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা