হোম > সারা দেশ > পাবনা

মারা গেলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

স্ত্রীর ডাক্তারি রিপোর্ট আনতে বাড়ি থেকে বের হন পাবনার ভাঙ্গুড়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মজিদ। রাতের ট্রেন ধরতে আসেন স্টেশন প্ল্যাটফর্মে। কিন্তু ট্রেন আসার আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে পৌরশহরের বড়ালব্রিজ রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটেছে।

মৃত আব্দুল মজিদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর স্ত্রী ও চার ছেলে রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মজিদের স্ত্রী শেফালি খাতুন ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাঁকে চেকআপ করানো হয়। স্ত্রীর ডাক্তারি রিপোর্ট আনার উদ্দেশ্যে গতকাল রাতের ট্রেনে ঢাকায় যেতে বড়ালব্রিজ স্টেশন প্ল্যাটফর্মে আসেন তিনি। সেখানে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় ছিলেন। কিন্তু ট্রেন আসার আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

আজ শনিবার বেলা ১১টায় বড়ালব্রিজ খেলার মাঠে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার হাংড়াগাড়ী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার