Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে বিবাদের জেরে হেলাল সরদার (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে চাঁচকৈড় বাজারের ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন হেলালের ছোট ভাই শিশির সরদার (২৩)। এতে জড়িত থাকার অভিযোগে চাঁচকৈড় বাজার এলাকার মো. তোহা জামাদারকে (১৯) আটক করেছে পুলিশ।

হেলাল সরদার খামার নাচকৈড় মহল্লার সাখাওয়াত সরদারের ছেলে এবং উপজেলা ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হেলাল সরদার ও তাঁর ভাই শিশির সরদার তাঁদের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে চলে যায়। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেলাল সরদারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্চিতা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘হেলালের ঘাড়ে একটি এবং গলায় পাঁচটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শিশিরের হাঁটুতে তিনটি ও পিঠে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুদাসপুর পৌরসভার বিন্না বাড়ি হাটের ইজারা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা