বগুড়া প্রতিনিধি
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোট দিয়েছেন। তবে নিজের ভোট নিজেকে দিতে পারলেন না তিনি। হিরো আলম বগুড়া-৬ (সদর) আসনের ভোটার। এ কারণে নিজের ভোটটি তিনি দিয়েছেন অন্য প্রার্থীকে।
গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে হিরো আলম ভোট দেন।
ভোট দিয়ে হিরো আলম বলেন, ‘আমি বগুড়া-৪ আসনের প্রার্থী হলেও ভোটার বগুড়া-৬ আসনের। আমার বাড়ি বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে। এই দুটি আসনই পাশাপাশি। নিজেকে ভোট দিতে না পারলেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি, এ জন্য ভালো লাগছে। নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো। তবে ভোটার উপস্থিতি কম। ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। যদি কারচুপি হয়, তাহলে সেখানে আর কিছু বলার নেই।’