হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপি আসাদ দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪১
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪১
আসাদুজ্জামান আসাদ। ছবি: সংগৃহীত

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসাদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক (ওসি) আবদুর রফিক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক এমপি আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলেও জামিনের কোনো আবেদন ছিল না বলে জানান পরিদর্শক আবদুর রফিক।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাঁকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় আগেও আসাদুজ্জামান আসাদকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শস্য সংগ্রহের বস্তাতেইঠিকাদার-কর্মকর্তার ‘ভূত’

নওগাঁয় বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া আপাতত বন্ধ

একসময়ের গ্রাম্য মাতবর এখন বাঁশের খাঁচায় বন্দী