হোম > সারা দেশ > রাজশাহী

গোমস্তাপুরে আগুনে পুড়ে নিহত এক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ছোট বঙ্গেশ্বরপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের তাহিরুল ইসলামের ছেলে। 

স্থানীয় জানায়, শুক্রবার রাতে রবিউল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে তাঁর বাড়িতে দাউদাউ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন প্রতিবেশীরা। তাঁদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। প্রথমে তাঁরা রবিউলকে উদ্ধার ও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও রবিউলের মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, পুলিশ রবিউলের মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে তুলে দিয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

খবর পেয়ে আজ শনিবার সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ওই বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে ওই পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী তুলে দেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার