সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে চালক শরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা থানার দিয়ারকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনায় চালক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ভোরে একটি পিকআপভ্যান নাটোরে যাচ্ছিল। পিকআপভ্যানটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালক শরিফুল ইসলাম আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।