হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে আম বিক্রির লক্ষ্যমাত্রা ১ হাজার ২৬০ কোটি টাকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে গত ৫ বছরের তুলনায় এবার গাছে কম মুকুল এসেছিল। ফলে উৎপাদন ও বিক্রির লক্ষ্যমাত্রা কিছুটা কম। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা।

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের আম চাষি শহিদুল ইসলাম বলেন, ‘আমার গত বছর পাঁচ বিঘা জমিতে বিভিন্ন জাতের আমবাগান ছিল। গাছে মুকুলও এসেছিল, ভালো ফলনও হয়েছিল। কিন্তু দাম ভালো না থাকায় তেমন লাভবান হতে পারিনি। এ বছর গাছে মুকুলই কম। তবুও আশা করছি, যদি দাম ভালো হয় কিছু টাকা পাব। এ মাসেই শেষে বাজারে উঠবে আম।’ 

উপজেলার পুখুরিয়া এলাকার বিপ্লব বিশ্বাস বলেন, ‘১০-১৫ দিন পরই আমার বাগানের লক্ষণভোগ ও ক্ষিরসাপাতসহ বেশ কিছু গুটি জাতের আম বিক্রির উপযোগী হবে। জুনের মাঝামাঝি সময়ে ল্যাংড়া ও শেষের দিকে বাজারে আসবে ফজলি আম। তবে এ বছর সব আমের গাছেই মুকুল কম এসেছিল। ফলে ফলনও কম।’ 

শিবগঞ্জ ম্যাঙ্গো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, ‘গত ৫ বছরের তুলনায় এবার প্রায় প্রতিটি গাছে মুকুল কম এসেছিল। ফলে আমের উৎপাদন কম। যদিও এবার আম পাড়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করেনি প্রশাসন। এতে আমরা লাভবান হব। আম পাকলেই বাজার ও আড়তে বিক্রি করতে পারব। উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আম বাজার ছাড়াও নওগাঁর সাপাহারে আম বিক্রয় করে থাকি। সব মিলিয়ে প্রায় ৪০ বিঘা আমবাগান রয়েছে আমার।’ 

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় ফলনের লক্ষ্যমাত্রা কিছুটা কম এবার। গত বছর ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর এবার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৫ হাজার মেট্রিক টন। যা দামের হিসেবে প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা। এ বছর আম পাড়ার কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। আম পাকলেই চাষিরা বাজারজাত করতে পারবেন। এ জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে।’ 

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন