হোম > সারা দেশ > রাজশাহী

অগ্নিদগ্ধ স্কুলশিক্ষক ফাতেমাকে ঢাকায় স্থানান্তর 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আগুনে পুড়ে গুরুতর আহত স্কুলশিক্ষক ফাতেমা খাতুনকে (৩৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে স্বজনেরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তাঁকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। 

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, ফাতেমার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তাঁর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এ কারণে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

ফাতেমা খাতুন নগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী। তাঁদের দুটি সন্তান রয়েছে। 

ঘটনার দিন ভুক্তভোগীর পরিবার জানায়, দাম্পত্যকলহের জের ধরে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন সাদিকুল। এতে তাঁর হাত, বুক, মুখমণ্ডল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালি। ঘটনার পর রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এ ঘটনায় ফাতেমার স্বামী সাদিকুলকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন ফাতেমার ভাই। ঘটনার পর থেকেই সাদিকুল পলাতক। আসামি সাদিকুল ইসলামের বাড়ি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায়।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার