চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
চিংড়ি মাছ প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট ।
আজ বুধবার রাতে ভোলাহাট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজাহান মানিক এ ফলাফল ঘোষণা করেন।
ভোলাহাটে মোট ভোটার সংখা ৮৬ হাজার ২২৯ জন। ৩৮ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৭ হাজার ৬৪ জন ভোটার। যা শতকরায় ৪২ দশমিক ৯৮ শতাংশ।