সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে জাটকা শিকারের দায়ে ৯ জেলেকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন উপজেলা মৎস্য বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ২৮৬ কেজি জাটকা জব্দ করা হয়। আজ শনিবার ভোরে সদর উপজেলার সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ (ক্রসবার-৪) ও পুরোনো জেলখানা ঘাট এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ।
এ সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযান চলাকালে ২৮৬ কেজি জাটকাসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে ভবিষ্যতে আর কখনো তারা জাটকা ধরা কিংবা বিক্রি করবে না বলে মুচলেকা দিলে, তাদের ছেড়ে দেওয়া হয়।’
তিনি//// আরও বলেন, ‘এ সময় নদীর তীরে কিছু অবৈধ কারেন্ট জাল পাওয়া যায়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দকৃত জাটকাগুলো স্থানীয় সাতটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
অভিযানে সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী গোলাম রাব্বি, সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।