হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্কুলশিক্ষক থেকে এমপি হওয়া সেই হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি। ফাইল ছবি

মাধ্যমিক বিদ্যালয়ের একজন সাধারণ স্কুলশিক্ষক থেকে সংসদ সদস্য বনে যাওয়া সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী শামীম তালুকদার নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও চার হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি গণমাধ্যমকে জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, জান্নাত আরা হেনরি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে তার স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা।

দুদক জানায়, হেনরি অবৈধভাবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৫৭৭ টাকা ও ১ হাজার ৫৫৩ কোটি ৬০ লাখ ৫ হাজার ৫২০ টাকা (১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলার) সন্দেহজনক লেনদেন করেছেন।

অন্য একটি মামলার এজাহারে বলা হয়, আসামি মো. শামীম তালুকদার (লাবু) তার স্ত্রী জান্নাত আরা হেনরীর অপরাধলব্ধ অর্থ দ্বারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তার ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

দুদক বলছে, এই দম্পতির ৪৯টি ব্যাংক হিসাবে ৩ হাজার ৯৬২ কেটি ৯৪ লাখ ৪১ হাজার ৯৫৭ টাকা অবৈধ লেনদের ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২),৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরি, তার স্বামী ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। হেনরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট। গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেপ্তার হন হেনরি।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত