নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে এফাজ উদ্দিন (৩৫) নামে এক আটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার দিবাগত রাত ৩টার দিকে নিজের ঘরে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।
নিহত এফাজ উদ্দিন উপজেলার শুকাস ইউনিয়নের শুকাস গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান জানান, নিহত এফাজ উদ্দিন তাঁর ঘর থেকে বাড়ির বাইরে একটি মোটরের লাইন ব্যবহার করে আসছিলেন। রোববার দিবাগত রাত ৩টায় শয়নকক্ষে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। পরে বিষয়টি থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।