হোম > সারা দেশ > রাজশাহী

জনতা ব্যাংকের শাহজাদপুর শাখা থেকে শতাধিক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জনতা ব্যাংকের সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা থেকে শতাধিক গ্রাহকের পাঁচ কোটি টাকা লাপাত্তার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকের অফিস সহায়কের (পিয়ন) মো. রঞ্জু আকন্দ তাদের টাকা জমা দেওয়ার কথা বলে নিজের কাছে রেখে আত্মসাৎ করছেন। 

বিষয়টি জানাজানি হলে আজ রোববার সকালে ভুক্তভোগী গ্রাহকেরা জনতা ব্যাংকের ওই শাখায় ভিড় করেন। এ সময় তারা তাদের জমাকৃত টাকা অ্যাকাউন্টে দেখতে না পেয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করেন। 

খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থলে গিয়ে অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

অভিযুক্ত ওই অফিস সহায়ক পৌর সদরের পাড়কোলা গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে। 

ভুক্তভোগীরা জানান, জনতা ব্যাংকের অফিস সহায়ক (পিয়ন) মো. রঞ্জু আকন্দ দীর্ঘদিন ধরে ব্যাংকে আগত গ্রাহকদের সহযোগিতা করার কথা বলে, তাদের জমা দিতে আনা টাকা নিজের কাছে রেখে ব্যাংকের সিল–স্বাক্ষর মেরে রিসিভ কপি দিতেন। 

কখনো গ্রাহকেরা টাকা উত্তোলন করতে আসলে চেক জমা রেখে নিজের টাকা দিয়ে দিতেন। এভাবে বিভিন্ন প্রবাসীদের লাখ লাখ টাকা ব্যাংকে জমার কথা বলে তা অ্যাকাউন্টে না দিয়ে নিজের কাছে রেখে দেন। 

তারা আরও জানান, কখনো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিলেও সে টাকা রঞ্জু ব্যাংকের ক্যাশিয়ার, ম্যানেজারসহ অন্য কর্মকর্তাদের যোগসাজশে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেন। 

তিনি ব্যাংকের অফিস সহায়ক (পিয়ন) হয়েও রহস্যজনক কারণে মূল ফটকে চেয়ার-টেবিল নিয়ে বসে গ্রাহকদের সঙ্গে প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন করলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তিনি সব সময় নিজেকে ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিতেন। 

এ ব্যাপারে জনতা ব্যাংক শাহজাদপুর শাখা ব্যবস্থাপক জেহাদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরি করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন। সে ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে অপকর্ম করেছে।’ 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা আজকের পত্রিকাকে জানান, ‘ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতারক রঞ্জুকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার