হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্বামীর কাছে টাকা পাবে বলে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‍্যাব)-এর সদস্যরা। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী দক্ষিণপাড়া এলাকার শেরালী হোসেন ওরফে শেরে (৪৮) ও নুকালী পূর্বপাড়া এলাকার ইয়াসিন সরকার (৩৫)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত শেরালী ও ইয়াসিন শাহজাদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের দায়ের করা ধর্ষণ মামলার আসামি। গত ৯ নভেম্বর মামলা হওয়ার পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিস বলেন, ‘গত ৭ নভেম্বর শাহজাদপুর উপজেলার নুকালী এলাকায় এক নারীকে তাঁর স্বামীর কাছে টাকা পাবেন বলে ডেকে নিয়ে যান আসামিরা। পরে তাঁরা ওই নারীকে স্থানীয় একটি স্কুলের বারান্দায় নিয়ে ধর্ষণ করেন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব তাঁদের গ্রেপ্তার করে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’ 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার