Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয়ে হামলা, বিএনপির ১৬ নেতা-কর্মী কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয়ে হামলা, বিএনপির ১৬ নেতা-কর্মী কারাগারে

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের মামলায় বিএনপির ১৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বিএনপি নেতা-কর্মীরা জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. আলী আহমেদ তাঁদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। 

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নেতা-কর্মীরা হলেন এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মনজু শিকদার, যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম জাহিদ, সদস্যসচিব ছাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক বছির উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা। 

এ ছাড়া সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিঠু মীর, খুকনী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ছরো, থানা শ্রমিক দলের সভাপতি ছানোয়ার হোসেন শেখ, বিএনপির কর্মী মোস্তাফিজুর রহমান বাবু, শহিদ, নুর ইসলাম, আইয়ুব আলী ও এমদাদুল হক। 

বিএনপি নেতাদের আইনজীবী হামিদুল ইসলাম দুলাল আজকের পত্রিকাকে বলেন, থানা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২০২৩ সালের ২৯ অক্টোবর এনায়েতপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির নেতা-কর্মীরা গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। 

হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ (সোমবার) বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

রাজশাহীতে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

সাবেক মেয়রের ভাইয়ের রগ কাটল দুর্বৃত্তরা

অস্ত্রের মুখে জিম্মি, হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

শেরপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ১

ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

ধর্ষণচেষ্টার বিচার হলো গ্রাম্য সালিসে, জরিমানার টাকায় মিষ্টি বিতরণ

ধানখেতে গলিত লাশ, ‘মূল হোতা’ গ্রেপ্তার