হোম > সারা দেশ > নওগাঁ

শোকর‍্যালিতে এসে অসুস্থ হয়ে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীর শোকর‍্যালিতে এসে অসুস্থ হয়ে আওয়ামী লীগের কর্মী আব্দুল মজিদের (৬২) মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শোকর‍্যালিতে এসে আব্দুল মজিদ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন। 

আব্দুল মজিদ উপজেলার আড়ানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছহিরউদ্দীনের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন শোকর‍্যালিতে এসে আওয়ামী লীগের কর্মী অসুস্থ হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

দেলদার হোসেন বলেন, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। নেতা-কর্মীদের সঙ্গে চা খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত