Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ট্রাক আটকে অবৈধভাবে হাটের খাজনা দাবি, আটক ৩ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ায় ট্রাক আটকে অবৈধভাবে হাটের খাজনা দাবি, আটক ৩ 

বগুড়া শাজাহানপুর উপজেলায় মহাসড়কে ট্রাক আটকে অবৈধভাবে আড়িয়াবাজার হাটের খাজনা দাবি করায় তিনজনকে আটক করেছে র‍্যাব, ১২ বগুড়ার সদস্যরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত হাট ইজারাদারের লোকেরা হলেন মাসুদ রানা, মিনহামিদ এবং রেজা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আড়িয়া ইউনিয়নের খোদাবন্ধবালা গ্রামের অনেক কৃষক সরাসরি ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করেন। প্রতিটি বস্তায় ৬৫ কেজি আলু নিয়ে মোট এক শ ৭০ বস্তা আলু একটি ট্রাকে ঢাকার মোহাম্মদপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী আবু তালেব। হাটের খাজনার দাবিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়িয়া কাটাবাড়িয়া মোড়ে ট্রাকটি আটক করে আড়িয়াবাজার বাস স্ট্যান্ডে এনে রাখেন হাট ইজারাদারের লোকজন। 

আটক হওয়ার আগে হাট ইজারাদারের লোক মাসুদ রানা এবং মিনহামিদ আজকের পত্রিকাকে বলেন, অনেক টাকা দিয়ে হাট ডেকে নেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে ব্যবসায়ীরা চলে যায়। তাই খাজনা নেওয়ার জন্য ট্রাক আটক করেছি। 

তাঁরা আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দিয়েছি। সম্প্রতি ইজারাদারদের সঙ্গে বৈঠক হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার টাকা তোলার অনুমতি দিয়েছেন। 

হাট এলাকার বাইরে খাজনা নেওয়ার অনুমতি বিষয়ে লিখিত কাগজ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার লিখিত দেয় নাই। বলেছেন আগের মতো খাজনা নিতে। আর গত ৩০ বছর ধরে এভাবেই খাজনা আদায় করা হচ্ছে। 

খোদাবন্দবালা গ্রামের কৃষক সুলতান মিয়া, আবু জাফর আলীসহ অনেকে আজকের পত্রিকাকে বলেন, গ্রাম থেকে সবচেয়ে কাছের হাট আড়িয়াবাজার। দূরত্ব কমপক্ষে তিন কিলোমিটার। মাঠে থেকেই ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করে দিয়েছি। আলু তোলার সময় ইজারাদারের লোকজন জমিতে বসে গোনে, কয় বস্তা আলু বিক্রি করলাম। 

আরেক কৃষক আশরাফুল আজকের পত্রিকাকে বলেন, ইজারাদারের লোকজন বেশ কয়েক বছর ধরে এমন অত্যাচার করে আসছেন। এখান থেকে মুক্তি পাচ্ছি না। ইজারাদারের তিনজনকে র‍্যাব আটক করেছে। আশা করছি এখন থেকে ইজারাদারের কাছে জিম্মি দশা থেকে মুক্তি পাব। 

আড়িয়াবাজার হাটের ইজারাদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু আজকের পত্রিকাকে বলেন, কৃষকের জমি থেকে ফসল বিক্রির খাজনা নেওয়ার প্রশ্নই ওঠে না। জেলা প্রশাসক এ বিষয়ে নিষেধ করেছেন। 

ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার এসআই রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, হাটের সীমানার বাইরে থেকে খাজনা নেওয়া যাবে না। মাঠে কৃষকের কাছ থেকে আলু কিনে ব্যবসায়ী ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ইজারাদারের লোকজন ট্রাক থামিয়ে মহাসড়কে আটকে রেখে খাজনা দাবি করেন। পরে র‍্যাব এসে মিনহামিদ, মাসুদ রানা এবং রেজা নামের তিন ব্যক্তিকে জনকে আটক করে নিয়ে গেছেন। 

জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, সমন্বয় বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে। হাটের সীমানার বাইরে কেউ খাজনা নিতে পারবেন না।

নওগাঁয় যৌথ বাহিনীর টহল শুরু, চেকপোস্ট কার্যক্রম জোরদার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল