Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কর্মিসভার পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কর্মিসভার পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জে ছাত্রলীগের কর্মিসভার পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামের পাশে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রলীগের কর্মীসভা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক। সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় সভায় উপস্থিত ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়। 

নবাবগঞ্জে ছাত্রলীগের কর্মিসভার পাশে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীতনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মিসভা হয়। সভায় আমি তখন বক্তব্য রাখছিলাম। ওই সময় বাইরে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কর্মী সভার ওপর তেমন কোনো প্রভাব পড়েনি।’ 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ছাত্রলীগের কর্মী সভা চলাকালে কয়েকজন দুর্বৃত্ত অডিটোরিয়ামের বাইরের একটি দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক চাকু জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা

ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবা, উচ্ছ্বসিত হয়ে কাছে যেতেই প্রাণ গেল শিশুর

রিকশাচালককে জুতাপেটা করে বরখাস্ত হলেন সমাজসেবা কর্মকর্তা

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ