হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, ইউপি সদস্যসহ আটক ২ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে গোলাপী খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গতকাল বুধবার রাত ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাপী খাতুন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাহেস উদ্দিনের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, রতনকান্দি ইউপি সদস্য হারুন অর রশিদের সঙ্গে নিহত গোলাপী খাতুনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনের লোকজন বৃদ্ধা গোলাপী খাতুনকে ছুরিকাঘাতে হত্যা করে।

ওসি আরও বলেন, আজ সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বৃদ্ধার শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য হারুন অর রশিদসহ দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

বাঘায় আম গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

কামারখন্দে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

যমুনায় মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে মধ্যবয়সীর মৃত্যু

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

সেকশন