ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন পাবনার ভাঙ্গুড়া বিএনপির ১৫ নেতা-কর্মী। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে পাবনা কারাগারের ফটকে তাঁদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ শতাধিক নেতা-কর্মী।
জামিনে মুক্তি পাওয়া নেতাদের মধ্যে অন্যতম হলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম।
সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন মাস মিথ্যা মামলায় কারাভোগের পর আমরা ১৫ নেতা-কর্মী হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়েছি।’
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে রাতে বাড়ি ফেরার পথে ভাঙ্গুড়া থানা-পুলিশ তাঁদেরকে আটক করে। পরদিন সকালে তাঁদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।