নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা ও নাতি নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সিংড়ার চলনবিলের চৌগ্রাম পশ্চিম বিলে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো চৌগ্রামের জমির শেখ (৭৫) ও তাঁর নাতি পাপ্পু হোসেন (১১)। পাপ্পু চৌগ্রাম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ছোট চৌগ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে। সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত।
এ বিষয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, প্রতিদিনের মতো গতকাল বিকেলে জমির শেখ তাঁর নাতি পাপ্পুকে নিয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলনবিলে মাছ ধরতে যান। রাত হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিলের পানিতে মরদেহ দুটি ভাসতে দেখেন তাঁরা। পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, তারা দুজন বজ্রপাতে মারা গেছে। তাই কোনো মামলা করা হয়নি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।